ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

ফেরদৌস-মৌসুমীর ‘পোস্ট মাস্টার-৭১’ মুক্তি পাচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ১৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘পোস্ট মাস্টার-৭১’। আজ থেকে প্রায় তিন বছর আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এরপর ২০১৬ সালে এটি মুক্তি দেয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ মুক্তি পেল সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করেছেন আবির খান ও রাশেদ শামীম।

এ ছবির মাধ্যমে পোস্ট মাস্টার রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ফেরদৌস। এতে অভিনয় করেছেন চিত্রনায়কা মৌসুমী।

সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র। বিজয়ের মাসে বিশেষ করে বুদ্ধিজীবী দিবসে এটি মুক্তি পেল। আবেগের জায়গা থেকে দর্শকরা বেশ ভালোভাবেই সিনেমাটি গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। তবে শুধু আবেগই নয়, সিনেমাতে দর্শকদের ভালো লাগার মতো উপাদানও আছে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে গিয়ে ‘পোস্ট মাস্টার-৭১’ দেখুন।’

এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রতি সবারই আলাদা আবেগ কাজ করে। এ ছবিতে অভিনয় করতে গিয়ে বারবার সেই না দেখা অতীতের কথা মনে করে বেশ বিষণ্ণ হয়ে পড়ছিলাম। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকরা দেখে মুগ্ধ হবেন।’

অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফেরদৌস।

ফেরদৌস-মৌসুমী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- অমিত হাসান, শহীদুল আলম সাচ্চু, আল মনসুর, সানজিদ খান প্রিন্স প্রমুখ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি