ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন সাইদুল আনাম টুটুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল। সম্মিলিত সংস্কৃতিক জোটের উদ্যোগে আজ সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহীদ মিনারের পাদদেশে তার মরদেহ রাখা হয়। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দুই কন্যা।
এর আগে গত মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য নির্মাতা, অভিনয়শিল্পী ও চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল।
প্রসঙ্গত, ‘সূর্য দীঘল বাড়ি’ সিনেমাটি সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পাওয়া টুটুল মূলত সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু খুব বেশি সিনেমা বানাতে পারেননি তিনি। শুধু মাত্র ‘আধিয়ার’ নামে একটি সিনেমা পরিচালনা করেছেন এই ররেণ্য নির্মাতা। সরকারি অনুদানে নির্মিত ‘আধিয়ার’ ব্যাপক প্রশংসিত হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার দ্বিতীয় সিনেমা ‘কালবেলা’র কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি