ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

মা-বাবা’র পাশে চিরনিদ্রায় শায়িত আমজাদ হেসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মা-বাবা’র পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক আমজাদ হেসেন। আজ রোববার সকালে জামালপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার সকালে আমজাদ হেসেনের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে নেয়া হয় এটিএন বাংলার সামনে। বাদ যোহর এফডিসিতে হয় আমজাদ হোসেনের তৃতীয় জানাজা। চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই কার্যালয়ে। সেখান থেকে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয় জামালপুরে।
আজ সকালে আমজাদ হোসেনের পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয় জামালপুর সদর হাইস্কুল মাঠে। এরপর তাকে জামালপুর পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি