ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

পল্লীকবি জসীম উদ্দীন স্মরণে চলচ্চিত্র ‘নকশিকাঁথার খোঁজে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পল্লীকবি জসীম উদ্দীনের কালজয়ী কাব্যগ্রন্থ ‘নকশিকাঁথার মাঠ’। পল্লীকবি স্মরণে এবার কলকাতায় নির্মিত হচ্ছে ‘নকশিকাঁথার খোঁজে’।     

কবির জন্মস্থান ফরিদপুরে সম্প্রতি এই ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং শেষ করা হয়েছে। ছবিতে জসীম উদ্দীনের চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। 

এই ছবির অন্য প্রধান চরিত্রগুলো হলো আহমেদ, অরিত্র, সম্প্রতি, সন্দীপ, আফসানা। তাদের বিশ্ববিদ্যালয় পর্ব মিটে যাওয়ার পর বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। সেখানে গিয়েই একটি মেলায় যায়। এখান থেকেই দানা বাঁধে গল্প। আসে সাম্প্রদায়িকতা, প্রেম, ব্যর্থ পরিচালকের লড়াইয়ের গল্প। সেই মেলায় ঘুরতে গিয়ে হঠাৎ একটা স্টলের সামনে এসে সবাই অবাক হয়। কারণ স্টলের নাম ‘নকশিকাঁথার খোঁজে’।  

সেই স্টলের বৃদ্ধ বিক্রেতার সঙ্গে রহস্যে জড়িয়ে পড়ে চার তরুণ। রহস্য উদঘাটন নিয়েই এই ছবির গল্প এগিয়ে যায়। চলচ্চিত্রটি’র মূল কাহিনী ও পরিচালনায় হৃষিকেশ মণ্ডল। 

সৌমিত্র ছাড়াও বিভিন্ন ভূমিকায় রয়েছেন রাহুল, ডালিয়া ঘোষ, পিয়া সেনগুপ্ত, সোমা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী। বিশেষ একটি গানে থাকছেন বাংলাদেশের নাজমুল হাসান প্রভাত।  

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি