ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

তিশার নয়া পরিকল্পনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৫০, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। টিভি নাটকে বেশ ব্যস্ত তিনি। চলতি বছরে সমসাময়িক অনেকের চেয়ে এই অভিনেত্রী এগিয়ে রয়েছেন। বিশেষ দিবসগুলোতে তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়েছে।

টিভি নাটকের বাইরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন তিশা। তবে এবার আগ্রহ প্রকাশ করলেন ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে। এরইমধ্যে একটি ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে কথা হয়েছে বলেও জানান এই তারকা।

এ বিষয়ে তিশার বলেন, ওয়েব সিরিজ এখন দর্শকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে। আমাদের পাশের দেশেও বড় বড় তারকারা ওয়েব সিরিজে অভিনয় করছেন।
আমাদের দেশেও দর্শকদের কাছে এটি দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। সময়ের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। তাই ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি