ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এক বছর পর আবারও ‘ঈর্ষা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:২০, ৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের ৮ম প্রযোজনা সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘ঈর্ষা’। নাটকটি মঞ্চায়িত হবে ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে।     

নাটকটির অন্যতম অভিনেত্রী নূনা আফরোজ জানান, প্রায় এক বছর পর আবার মঞ্চে উঠছেন এই কাজটি নিয়ে। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এতে নূনা আফরোজ ছাড়াও অভিনয় করেছেন রামিজ রাজু ও অনন্ত হিরা।

মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো সাজিয়েছেন জিল্লুর রহমান, সংগীত করেছেন রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।

‘ঈর্ষা’ নামের কাব্যনাটকের গল্প এতটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব-সংঘাতে মুখর, যা বর্ণনাতীত। সেই সঙ্গে আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা; আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয়- শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে মুক্তিযুদ্ধের মূল্যবোধও।

নাট্যকার সৈয়দ শামসুল হক বলে গিয়েছিলেন, ‘প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়। আমার শিল্পের হাত কেড়ে নেয় আছে সাধ্য কার?’

নাটকটি সম্পর্কে নির্দেশক অনন্ত হিরার বলেন, ‘এতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং ছোট সংলাপটি ১৬ মিনিটের! এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।’   

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি