ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মিটু ঝড় তোলার পর যুক্তরাষ্ট্রে তনুশ্রী দত্ত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৩২, ১২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

প্রাক্তন মিস ইন্ডিয়া তথা বলি নায়িকা তনুশ্রী দত্ত কয়েক মাস আগেই ভারতে এসে সোশ্যাল মিডিয়ায় #মিটু প্রসঙ্গে ঝড় তুলেছিলেন।

নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে শেয়ার করার পর মুখ খুলেছিলেন আরও অনেকে। গত কয়েক বছর ধরে মার্কিন মুলুকেই থাকেন তনুশ্রী। ভারতে এসে শিরোনামে আসার পর ফের আমেরিকায় ফিরে গেলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তনুশ্রী। তিনি লিখেছেন, ‘আমেরিকা যাওয়ার পথে। প্রায় ছ’মাস পরে ফিরছি। আমার পরিবারকে সবচেয়ে বেশি মিস করব।’

মূলত বলি অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। অভিযোগ অস্বীকার করেছেন নানা। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বলি ব্যক্তিত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তনুশ্রী। তবে গোটা বিষয়টি এখনও বিচারাধীন।

আমেরিকায় পাড়ি দেওয়ার আগে তনুশ্রী সাংবাদিকদের বলেন, ‘এই ছ’মাস আমার জীবনের সবচেয়ে লম্বা ছুটি ছিল। সবচেয়ে মর্মভেদী ছুটি। ছ’মাস আগে আমেরিকায় আমার জীবন কেমন ছিল, আমি তো মনেই করতে পারছি না।’

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি