ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অভিনেতা ব্রহ্মানন্দম হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের তেলগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ব্রহ্মানন্দম। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। বেশ কিছুদিন ধরেই হৃদরোগে আক্রান্ত তেলগু এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানাগেছে, কিছুদিন ধরে তার বুকের ব্যথা বেড়ে গিয়েছিল। চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মুম্বাই আনা হলে চিকিৎসকগণ তার শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ব্রহ্মানন্দমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। অনেকেই হাসপাতালে ভিড় জমান।
চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রপচারের পর তিনি আপাতত ভালো আছেন। শিগগিরই সুস্থ হয়ে যাবেন তিনি।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। সাধারণত তাকে কমেডি চরিত্রে বেশি দেখা যায়।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি