ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চরম সমালোচনার মুখে কারিশ্মা তান্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কিছুদিন আগে বাথটবের সামনে দাঁড়িয়ে ছবি তুলে চরম সমালোচনার মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। তবে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়লেও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি তিনি। বলিউডের জনপ্রিয় গায়িকার পর এবার সেই একই কারণে সমালোচনার মুখে পড়তে হল ‘সঞ্জু’ অভিনেত্রী কারিশ্মা তান্নাকে।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন কারিশ্মা তান্না। যেখানে একটি কালো পোশাক পরে বাথটবের মধ্যে শুয়ে থাকতে দেখা যায় টেলিভিশন অভিনেত্রীকে। শুধু তাই নয়, ওই ছবির কী ক্যাপশন হতে পারে, তা ভেবে পাচ্ছেন না বলেও ভক্তদের জানান কারিশ্মা। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর ওই বাথটাবের ছবি দেখার পর থেকেই শুরু হয় জোর সমালোচনা।
কেউ প্রশ্ন করেন- ‘আপনি কি আপনার পোশাক পরিবর্তন করতে ভুলে গিয়েছেন?’ 

আবার কেউ বলেছেন- ‘আপনি খুব অলস, তাই শাওয়ারের নীচে দাঁড়িয়ে স্নান করে নিন’।

যদিও নেটিজেনদের একাংশের ট্রোলিংয়ের মুখে পড়েও এ বিষয়ে মুখ খোলেননি বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী।
প্রসঙ্গত, বর্তমানে ‘কয়ামত কি রাত’ নামে একটি জনপ্রিয় মেগায় অভিনয় করছেন কারিশ্মা তান্না। তার আগে ‘নাগিন’-এও তার অভিনয় দর্শকদের মন কেড়েছে।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি