ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

ওরা বোধহয় ভুলে যাচ্ছে, আমিও জাতে রাজপুত: কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এর আগে সঞ্জয় লীলা ভনসালীর ‘পদ্মাবত’-এর বিরুদ্ধে প্রতিরোধে নেমেছিল করণী সেনা। দীপিকা পাড়ুকোনের মাথার দামও ধরেছিল তারা। এ বার তাদের টার্গেট ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’।

তাদের বক্তব্য, ছবিতে যদি কোনও ভাবে রানি লক্ষ্মীবাঈয়ের ভাবমূর্তি নষ্ট করা হয় বা কোনও ব্রিটিশ নাগরিকের প্রেমিকা হিসেবে ঝাঁসির রানিকে দেখানো হয়ে থাকে, তা হলে নির্মাতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে তারা।

তবে কঙ্গনা রানাউত ভয় পাওয়ার পাত্রী নন। তিনিও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘আমাকে বা আমার ছবির সঙ্গে জড়িত কাউকে যদি করণী সেনা কোনও ভাবে হেনস্থা করে বা অপদস্থ করার চেষ্টা করে তাদের প্রত্যেককে ধ্বংস করে দেব আমি।

কঙ্গনা বলেন, ‘ওরা বোধহয় ভুলে যাচ্ছে, আমিও জাতে রাজপুত!’ অভিনেত্রী আরও জানিয়েছেন, চার জন ঐতিহাসিক ছবিটিকে শংসাপত্র দিয়েছেন। সেন্সর সার্টিফিকেটও পেয়ে গিয়েছেন তারা।  তারা না থামলে ফল ভুগতে হবে।’

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি