ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

নায়করাজের জন্মদিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’

প্রকাশিত : ০৯:২১, ২৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রাজ্জাকের ৭৮তম জন্মদিন আজ ২৩ জানুয়ারি। কালজয়ী চিত্রনায়ক রাজ্জাকের জন্মদিনে তাকে নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রচার করবে চ্যানেল আইতে। শাইখ সিরাজের পরিচালনায় নির্মিত প্রামান্যচিত্রটিতে নায়করাজের জীবন ও ক্যারিয়ারের নানা গল্প তুলে ধরা হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে নির্মিত ৯০ মিনিট ব্যাপ্তির জীবনীভিত্তিক তথ্যচিত্রটি রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই নির্মাণ শুরু করেন শাইখ সিরাজ।
এ প্রামাণ্যচিত্রে রাজ্জাকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। এ ছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন অভিনয়জীবনের সহশিল্পী কবরী, ববিতা প্রমুখ।

নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২০১৮ এর ২১ আগস্ট। সে উপলক্ষে প্রামাণ্যচিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় চ্যানেল আই-এর পর্দায় এবং পরবর্তীতে সিনেপ্লেক্সেও মুক্তি দেয়া হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি