ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নিজের হলুদ সন্ধ্যায় নাচলেন শবনম ফারিয়া (ভিডিও)  

প্রকাশিত : ১৭:৫৪, ২৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:৫০, ২৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আগামী মাসের প্রথমদিনই বিবাহোত্তর সংবর্ধনা। তার আগেই সেরে নিলেন হুলদ সন্ধ্যা। জমকালো আয়োজনে নাচে গানে শেষ হলো অভিনেত্রী শবনম ফারিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান।     

তবে গায়ে হলুদের অনুষ্ঠানটি আলোচনায় অন্য কারণে। এ দিন ফারিয়া নিজেই নেচে-গেয়ে কোমর দুলিয়ে সবাইকে মাতিয়ে রাখেন। ইতিমধ্যে তার নাচের ভিডিও ভাইরাল হয়েগেছে।

শবনম ফারিয়ার আকদ হয়েছিল গত বছর। তার বর হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।

বিয়ের প্রস্তুতির জন্য গত ১৫ দিন অভিনয় থেকে ছুটি নিয়েছেন শবনম ফারিয়া।

শনিবার রাতে রাজধানী গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল শবনম ফারিয়ার বিয়ের গায়ে হলুদ। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, তিশা, টয়া, তানিয়া আহমেদ, সাদিয়া জাহান প্রভা।

ফারিয়েকে সঙ্গ দিয়েছেন অভিনেতা সজল, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, সঙ্গীতশিল্পী কোনাল, বাঁধন সরকার পূজা প্রমুখ।

এদিন শবনম ফারিয়া তার হলুদ অনুষ্ঠানে একটু অন্যরকমভাবেই এসে হাজির হন। পালকিতে বসে গানের তালে নাচতে নাচতে হলুদের অনুষ্ঠানে প্রবেশ করেন ফারিয়া। অতিথিদের সঙ্গে মঞ্চেও ফারিয়াকে কোমর দোলাতে দেখা যায়। এসময় অন্যরা তার সঙ্গ দেয়। সবাই মিলে মাতিয়ে রাখে পুরো হলুদ অনুষ্ঠান।

আর অনুষ্ঠানে বর অপু আসেন হলুদ রঙের ভেসপায় চড়ে। বর আসার পর সবাই তাকে স্বাগত জানায়।  

এসি

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি