ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শাহরুখ গৌরীকে প্রথম কি উপহার দিয়েছিল?

প্রকাশিত : ১১:২৪, ২৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:২৬, ২৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডে শাহরুখ-গৌরীর প্রেমের কথা কে না জানে! সিনেমার মতোই শাহরুখ-গৌরীর প্রেমের জীবনও রঙিন। তাদের প্রেম নিয়ে আলোচনা কম হয়নি।

অনেক বাধা, ঝড়-ঝাপটার পরও দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবন কাটাচ্ছেন শাহরুখ-গৌরী। আর প্রেমটা তো আরও অনেক বেশি দিনের।

আর প্রেমের কথা যখন এসেই যায়, তখন এসে যায় উপহারের কথাও। গৌরীকে প্রথম কী উপহার দিয়েছিলেন শাহরুখ? একথা তার ভক্তদের জানতে ইচ্ছে হয় বৈকি। সম্প্রতি একটি হীরের জুয়েলারি সংস্থার উদ্বোধনে এসে সেবিষয়েই মুখ খুলেছেন গৌরী।

শাহরুখ তাকে সর্বপ্রথম কী গয়না উপহার দিয়েছিলেন জানতে চাওয়া হলে গৌরী জানান, তাকে সোনার আংটি উপহার দিয়েছিলেন।

গৌরী তার মেয়েকে বিয়েতে কী উপহার দেবেন এমন প্রশ্ন করা হলে তিনি জানান, আমার মায়ের বিয়ের পোলকি সেট, যেটা উনি নিজের বিয়েতে পরেছিলেন,পরে ওটা আমায় দেন, সেটাই আমি সুহানার বিয়েতে দেব।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি