ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

একই পার্টিতে সালমান-ঐশ্বরিয়া! তার পর....

প্রকাশিত : ১২:৫৪, ২৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:২০, ২৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। এই দুই তারকার ব্যক্তিগত রসায়ন নিয়ে এক সময় সরগরম ছিল বলিউড। সম্পর্কের বিষয়টা তারকারা লুকিয়ে রাখতেন এমন নয়। তবে সে সম্পর্ক তিক্ত হয়েছে বহু বছর।

সালমানের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও করেছিলেন ঐশ্বরিয়া। ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরার পর অনস্ক্রিনও দেখা যায়নি তাদের। ১৯৯৯-এ মুক্তিপ্রাপ্ত ‘হম দিল দে চুকে সনম’ তাদের জুটিতে শেষ ছবি।

২০০১-এ ব্রেকআপের পর অফস্ক্রিনেও একে অপরকে এড়িয়ে চলেন বলে খবর। এই পরিস্থিতিতে সদ্য মুম্বইয়ের একটি পার্টিতে হাজির ছিলেন সালমান-ঐশ্বরিয়া।

সম্প্রতি মুম্বাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন পরিচালক সুভাষ ঘাই। সেই পার্টিতে হাজির ছিলেন সালমান এবং ঐশ্বরিয়া। তবে সূত্রের খবর, দু’জন আলাদা গেট দিয়ে ঢুকেছিলেন। সুভাষের সঙ্গে দেখা করার পর আবার আলাদা গেট দিয়ে বেরিয়েও যান তারা।

অর্থাৎ এক পার্টিতে হাজির হলেও দেখা হয়নি সালমান-ঐশ্বরিয়াকে। একে অপরকে প্রকাশ্যে এড়িয়ে চলার রেওয়াজ এখনও চলছে বলেই মনে করছেন সিনে মহলের একটা অংশ।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি