ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মণিকর্নিকার সাফল্যে ছুটির মুডে কঙ্গনা

প্রকাশিত : ১৩:১০, ২৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪৭, ২৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাই গোটা একটা ছবিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তিনি রাখেন। সে প্রমাণ আগেই দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ও কঙ্গনার পারদর্শিতাকে ফের প্রমাণ করেছে।

বক্স অফিস শাসন করছে এই ছবি। প্রথম দু’দিনে আয় হয়েছে প্রায় ২৭ কোটি টাকা। সাফল্যের আবহে ছুটির মুডে রয়েছেন নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার বোন রঙ্গোলি একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে খুদে আত্মীয় পৃথ্বীরাজকে কোলে বসিয়ে খেলছেন কঙ্গনা। অর্থাৎ ফ্যামিলি টাইম কাটাচ্ছেন তিনি।

‘মণিকর্নিকা’ বহু কারণে কঙ্গনার কাছে স্পেশ্যাল। ছবির কিছুটা অংশ পরিচালনাও করেছেন তিনি। বাজেট সমস্যা, কর্মী বিক্ষোভের মতো বিভিন্ন সমস্যার মুখে পড়েছিল এই ছবি। ফলে শুটিং শেষ করতেও অনেক সমস্যা ছিল। তবে সে সব কাটিয়ে মুক্তি পেয়েছে ছবি। কঙ্গনার অভিনয় পছন্দও করছেন অনুরাগীরা। 

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি