ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বিশেষ পদ্ধতি: বিয়ে ছাড়াই মা হলেন একতা কাপুর

প্রকাশিত : ০৯:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিয়ে না করেও যে সন্তান সুখ পাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছেন বলিউডের সেলিব্রিটিরা। তুষার কাপুর, করণ জোহরের মতো সেলিব্রিটিরা কারোর সঙ্গে সম্পর্কে না জড়িয়েও বাবা হয়েছেন। সেই তালিকায় এবার সামিল হলেন একতা কাপুরও৷ বিয়ে না করেই পেলেন মাতৃত্বের সুখ। থ্যাংকস টু সারোগেসি৷

সারোগাসির মাধ্যমে মা হলেন ডেইলি সোপ ক্যুইন। গত ২৭ জানুয়ারি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে তার।

একতার সন্তান সুস্থ আছে। খুব তাড়াতাড়ি সন্তানকে বাড়ি নিয়ে আসবেন তিনি। ৪২ বছর বয়সী একতা মা হওয়ার আকাঙ্খার কথা আগেই জানিয়েছিলেন৷ একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন, তিনি মা হতে চান৷

কিন্তু বিয়ে নয়৷ বিয়ে কবে করবেন সেই নিয়ে বিশেষ ভাবনাও চিন্তা নেই তাঁর৷ কারণ বিয়ে করার সময় নেই একতার কাছে৷ বরং তিনি স্পা যাওয়া বেশি প্রেফার করবেন৷

একতার আগে তার ভাই তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন৷ ২০১৬ সালে লক্ষ্য নামে পুত্র সন্তানের সিঙ্গল ফাদার হন তুষার৷ পরে তিনি জানান, বাবা হওয়ার অভিজ্ঞতা দারুণ৷ সেটা শব্দের মাধ্যমে বোঝানো সম্ভব নয়৷

ঠিক একই পদ্ধিততে সিঙ্গল ফাদার হন করণ জোহর৷ তিনি এখন যশ ও রুহি নামে যমজ সন্তানের প্রাউড ফাদার৷ একে একে বহু সেলিব্রিটি সারোগেসি পদ্ধতিতে সন্তান লাভ করেছেন৷ সেই তালিকায় আছেন শাহরুখ খান, আমির খান, সানি লিওনি৷ তবে তারা সকলেই বিবাহিত৷

তথ্যসূত্র: মুম্বাই মিরর

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি