ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জন্মদিনে তানিয়ার উপহারে বাকরুদ্ধ বাপ্পা মজুমদার 

প্রকাশিত : ২৩:৫১, ৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:১৩, ৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আজকের এই দিনে পৃথিবীতে আসেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। তার জন্মদিন উপলক্ষে স্ত্রী অভিনয়শিল্পী-উপস্থাপিকা তানিয়া হোসাইন তাকে একটি আকর্ষণীয় পিয়ানো উপহার দিয়েছেন। এমন উপহার পেয়ে চমকে উঠেন এবং বাকরুদ্ধ হয়ে যান বাপ্পা।    

সোশ্যাল মিডিয়ায় তিনি সে বিষয়টি প্রকাশ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে বাপ্পা লেখেন, ‘আমি সত্যি সত্যিই বাকরুদ্ধ। এই মুহূর্তে আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না অনুভূতি প্রকাশের। তবে এই অনুভূতি স্বর্গীয়। আর আমাকে স্বর্গীয় অনুভূতির ছোঁয়া দিয়েছে তানিয়া হোসাইন। সত্যিই আমি ভাষাহীন হয়ে গেলাম। এভাবে আমাকে বোকা বানানোর কোনো মানে হয়? বলো? ইহাকেই বলে, তব্দা খাইয়া বইসা গেলাম।’

এর আগে গত বছরের ১৬ মে রাতে ছোট পর্দার জনপ্রিয় তারকা তানিয়া হোসাইনের সঙ্গে ঘরোয়াভাবে বাপ্পা মজুমদারের আংটিবদল অনুষ্ঠান হয়। আংটিবদলের একটি ছবি ২০ মে রাতে তানিয়া হোসাইন তার ফেসবুক পেজে পোস্ট করেন।

ওই বছরের ২৪ জুন বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্ঠজনরা।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি