ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ভালোবাসা দিবসে তাহসান-টিনার ‘শেষ দিন’

প্রকাশিত : ১০:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী তাহসান ও টিনার প্রথম দ্বৈত গান ‘শেষ দিন’। ‘মনে করো কাল বলে কিছু নেই, আজই সেই শেষ দিন; যা বলার আছে বলে দাও, জানোই তো মন খুলে সব বলা কত কঠিন; মনে করো, আজই শেষ দিন’- এমনই কাব্যকথায় সাজানো গানটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। যৌথভাবে সুর করেছেন তাহসান ও সাজিদ সরকার। সুরের পাশাপাশি গানের সঙ্গীতায়োজনও করেছেন সাজিদ সরকার।

গানের ভিডিওটি প্রকাশ করা হয়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘কাব্যকথায় দারুণ একটি গল্প তুলে ধরা হয়েছে ‘শেষ দিন’ গানটিতে। সুর ও সঙ্গীতায়োজনে আছে ভিন্ন মাত্রা। টিনার গায়কিও শ্রোতার প্রশংসা কুড়াবে বলেই আমার ধারণা। সব মিলিয়ে ভক্তদের কাছে গানটি সময়োপযোগী আয়োজন বলেই মনে হবে।

তাহসানের মতো একই মত পোষণ করেছেন কণ্ঠশিল্পী টিনা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি