ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আরমান আলিফের ‘সর্বনাশী মেয়ে’

প্রকাশিত : ২২:২৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

‘অপরাধী’ গানটির পর আরমান আলিফ এবার নিয়ে আসছেন ‘সর্বনাশী মেয়ে’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও।  

আসছে ২৮শে ফেব্রুয়ারি মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান এমআর বেস্ট মিডিয়া থেকে প্রকাশিত হবে। গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর করেছেন আরমান আলিফ নিজেই। সঙ্গীত পরিচালনায় শাহরিয়ার রাফাত। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রোহান মাহমুদ। এতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও মাহা শিকদার।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, প্রথমবারের মত অন্য কারো কথায় আমি সুর করেছি। গানটির কথাগুলো আমার বেশ ভালো লাগায় সুর দিয়েছি। মিউজিক ভিডিওটিও ভালো হয়েছে। দর্শক-শ্রোতা এই গানে নতুন কিছু পাবে আশা করছি।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি