ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আলিফের ‘ওগো তুমি যে আমার’

প্রকাশিত : ১১:১৭, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আধুনিক ও নজরুল সঙ্গীতের নন্দিত শিল্পী সালমা সুলতানা। অকালপ্রয়াত এ শিল্পীর গাওয়া জনপ্রিয় গান ‘ওগো তুমি যে আমার’। গানটি ১৯৭৫ সালে প্রকাশিত ‘লাভ ইন শিমলা’ সিনেমাতে ব্যবহৃত হয়। আলমগীর-কবরী অভিনীত সিনেমার এ গানে কণ্ঠ দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ ও সালমা সুলতানা। মুকুল চৌধুরীর কথায় গানটির সুর করেছেন আলম খান। এবার নতুন সঙ্গীতায়োজনে গানটি গাইলেন সালমা সুলতানার কন্যা শিল্পী আলিফ আলাউদ্দীন।

নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন ডিজে রাহাত ও ফয়সাল। মিক্স-মাস্টার করেছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। গানটি উৎসর্গ করা হয়েছে সালমা সুলতানাকে। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে। এটি নির্মাণ করেছেন তানভীর খান।

এ গান প্রসঙ্গে আলিফ আলাউদ্দীন বলেন, ‘মায়ের জন্যই নতুন করে আবারও গানটি গাওয়া। আমার সব চিন্তা, ভাবনায় এখনও মাকে খুঁজে পাই। চেষ্টা করেছি মায়ের মতো করে গাইতে। হয়তো তার মতো হয়নি। তবুও ভালোবাসাটুকু জানাতে পেরেছি। শ্রোতারা সেই ভালোলাগার ছোঁয়াটুকু শুনলেই বুঝতে পারবেন।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি