ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বৈশাখে বিশ্বজিতের নতুন গান

প্রকাশিত : ০৯:৪১, ৭ মার্চ ২০১৯ | আপডেট: ২৩:৫৬, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি গান নিয়ে আসছেন তিনি। ‘নতুন দিনের নতুন রঙ-এ সবার মন দুলে যায়, চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়’- এমন কথার গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এর কথা লিখেছেন বিপ্লব সাহা।

নতুন এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘মাস দেড়েক আগে গানটির রেকর্ডিং হয়েছে। দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান এটি। গানজুড়ে বাংলাদেশের ষড়ঋতুকে তুলে ধরা হয়েছে। বৈশাখ ছাড়াও যে কোনো উৎসবে গানটি অনেকেরই ভালো লাগবে।’

ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর থিমসং হিসেবে তাদের ব্যানারে প্রকাশিতব্য গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও দেখা যাবে কুমার বিশ্বজিৎকে। তিনি ছাড়াও মিউজিক ভিডিওতে আরও অংশ নিয়েছেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভুঁইয়া, মনোজ কুমার, নাবিলাসহ এক ঝাঁক র‌্যাম্প মডেল।

গানটির প্রযোজক ও গীতিকার বিপ্লব সাহা বলেন, ‘গানের কথায় আবহমান বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তাঁতিদের জীবনগাথা নিয়ে আমাদের দেশে খুব বেশি গান প্রকাশ হয়নি। সেই ভাবনা থেকেই গানটি লিখেছি।’

প্রযোজক প্রতিষ্ঠান জানায়, শিগগিরই গানটি বিশ্বরঙের ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফ্যানপেজে প্রকাশিত হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি