ভিন্নরূপে পর্দায় আঁখি আলমগীর
প্রকাশিত : ১৩:৩২, ১২ মার্চ ২০১৯
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। গানের সঙ্গেই তার সংসার। স্টেজ শো, টিভি শো তো রয়েছেই, তার সঙ্গে নতুন নতুন মিউজিক ভিডিও প্রকাশ করছেন তিনি। এবার আরও একবার ভিন্নরূপে পর্দায় নিজেকে তুলে ধরলেন এই শিল্পী। তার গাওয়া ‘লায়লা’ গানের ভিডিওতে নতুন এক আঁখিকে খুঁজে পাবেন দর্শক।
নাচেগানে ভরপুর ‘লায়লা’তে তিনি যেন ফিরে গিয়েছেন তার সেই ষোড়শীতে। নিজে নেচেছেন, নাচিয়েছেন কলকাতার একটি ড্যান্স গ্রুপকেও।
গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মুখার্জি, সুর ও সঙ্গীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে ভিডিওটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ।
এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘লায়লা’ রিদমিক একটা গান। গত পাঁচ বছর মেলোডিপ্রধান গান করলেও এ ধরনের গান গাওয়া হয়নি। আশা করছি গানটি অনেকের ভালো লাগবে।
আগামী ১৪ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে।
এসএ/










