ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মিলনের নতুন নাটক ‘আইজু দ্য ভাই’

প্রকাশিত : ১৫:৫৮, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ছোট-বড়, দুই পর্দাতেই তার সরব বিচরণ। উভয় অঙ্গনেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি জাত অভিনেতা। দর্শক মহলেও মিলন আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছেন। এবার তিনি ‘আইজু দ্য ভাই’ নামে নতুন একটি নাটকে অভিনয় করলেন। নাটকটিতে মিলনের বিপরীতে অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

নতুন এ নাটক প্রসঙ্গে অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, ‘আইজু ভাই নেতা হতে চায়। কিন্তু তার কাছে মনে হয়েছে এত বড় দেশে কাজ করে শেষ করতে পারবে না। যে কারণে সে নিজের মহল্লায় কাজ শুরু করে। মহল্লার মধ্যে কোনো খারাপ মনুষ থাকতে পারবে না, কোনো মাদকাসক্ত থাকতে পারবে না, মহল্লায় কোনো ভিক্ষুক থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘সবাই আনন্দে থাকবে। এটাই আইজু ভাইয়ের চাওয়া। কিন্তু তাকে কেউ কখনো আঙ্কেল বলে ডাকলেই রেগে যায়। ভাই ডাকলে খুশি হয় সে। আর এই আইজু চরিত্রে আমি অভিনয় করছি। আশা করছি, নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন।’

‘আইজু দ্য ভাই’ নাটকটি নির্মাণ করছেন ফিরোজ কবির ডলার। খুব শিঘ্রই নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি