ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আজ থেকে শুরু মোশাররফের ‘বাঙ্গি টিভি’

প্রকাশিত : ১২:৩৩, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

মোশাররফ করিম প্রযোজিত ও অভিনীত ধারাবাহিক নাটক ‘বাঙ্গি টিভি’ আজ থেকে শুরু হচ্ছে। এটি পরিচালনা করেছেন কচি খন্দকার। এর সূচনা সঙ্গীত লিখেছেন মারজুক রাসেল।

হাস্যরসাত্মক গল্পের নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘একটি টিভি চ্যানেলের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি। ‘বাঙ্গি টিভি’ নামের চ্যানেলটির উদ্দেশ্য নির্মল বিনোদনের মাধ্যমে মানুষের মন জয় করা।’

নাটকে আরও অভিনয় করেছেন জেনি, জুঁই, হিমি, মামুনুর রশিদ, আবুল হায়াত প্রমুখ।

আজ থেকে প্রতি শনি থেকে সোমবার রাত ৯টায় নাটকটি প্রচার হবে নাগরিক টিভিতে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি