বিয়ে করছেন পুতুল
প্রকাশিত : ১৭:৩৫, ১৭ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৩৪, ১৮ মার্চ ২০১৯

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা দশের অন্যতম প্রতিযোগী ছিলেন পুতুল। এর মাধ্যমে নিজেকে অন্যরকমভাবে তুলে নিয়ে আসেন মিডিয়ায়। গানের পাশাপাশি লেখা লেখিও করেন পুতুল। আবার উপস্থাপনাতেও রয়েছে তার পদচারণা।
এবার নতুন খবর দিলেন পুতুল। বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। পুতুল জানান, ২০ মার্চ একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পারিবারিকভাবেই হচ্ছে বিয়ে। বিয়ের আগের দিন দুই পরিবারের আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি।
ইসলাম নুরুল ও পুতুল
পুতুলের বর কানাডা প্রবাসী। পুতুল বলেন, বর ইসলাম নুরুল কানাডায় সরকারি চাকুরি করে। ওয়েডিং ফটোগ্রাফির একটি এজেন্সি আছে তাঁর। আট মাস আগে বিয়ের প্রস্তাব আসে। পুরো ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। তিন দিন আগে আমাদের দুজনের দেখা হলো। নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবার কাছে দোয়া চাই।
উল্লেখ্য এবারের একুশে গ্রন্থমেলায় পুতুলের ‘জোসনা রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’ নামে নতুন একটি উপন্যাস প্রকাশিত হয়। গান, লেখালেখির পাশাপাশি পুতুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর করেছেন।
এসি