ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভূতের চরিত্রে জাকিয়া বারী মম

প্রকাশিত : ১২:০২, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেত্রী জাকিয়া বারী মম। চরিত্রের প্রয়োজনে তিনি ভিন্ন ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করেছেন পর্দায়। সম্প্রতি একটি নাটকে ভৌতিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘ভূত বলতে কিছু নেই’।

নাটকটি রচনা করেছেন রোহিত হাসান কিসলু ও পরিচালনা করেছেন জয়ন্ত রাজ।

নাটকের গল্পে দেখা যাবে, গ্রাম থেকে পালিয়ে আসা দু’জন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে শহরে এসে বিয়ে করে নতুন বাসায় ওঠেন। বাসায় ওঠার পর মেয়েটি তার সদ্যবিবাহিত স্বামীর সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে।

প্রতিরাতেই ভূতের ভয়ে চিৎকার করে ওঠে। শেষে দেখা যায় মেয়েটিই ভূত। এই ভূতের চরিত্রে অভিনয় করেছেন মম। তার স্বামীর চরিত্রে দেখা যাবে শ্যামল মওলাকে।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘নাটকের গল্পটি আমার পছন্দ হয়েছে। বিশেষ করে ভূতের চরিত্রে কখনও অভিনয় করা হয়নি। তাই এ চরিত্রের প্রতি কিছুটা আগ্রহ ছিল। দর্শকদের ভালো লাগার কয়েকটি বিষয় আছে এ নাটকে আশা করছি ভালো লাগবে।’

নাটকটি শিগগিরই এনটিভিতে প্রচার করা হবে বলে নির্মাতা জানান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি