ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বরের সাজে মামুনুর রশীদ!

প্রকাশিত : ১৫:১৮, ২২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নির্মিত হয়েছে একক নাটক ‘টিকিট কাউন্টার’। যাতে বরের বেশে দেখা যাবে অভিনেতা মামুনুর রশীদকে। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব।

এর গল্পে দেখা যাবে- ‘শহরতলীর পুরোনো জীর্ণ একটি সিনেমা হল। ঠিক বাজারের পাশের এই সিনেমা হলে টিকিট বিক্রেতা হিসেবে কাজ করে মাঝ বয়সি মইনু। বোকাসোকা, সরল মানুষ মইনুর সংসারে আর কেউ নেই। অন্যদিকে তরুণ যুবক জামাল খুবই ধুরন্ধর। সে টিকিট কালোবাজারি করে। কাজলী নামের এক মেয়ের প্রেমে পড়েছে জামাল। একদিন মইনুর কাছে ছুটে এসে জামাল জানায় কাজলীকে বিয়ে দিয়ে দিচ্ছে তার বাপ, যে করেই হোক বিয়েটা ভাঙতে হবে। এমন একটি গল্পে এগিয়ে যাবে নাটক ‘টিকিট কাউন্টার’।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, সমাপ্তি মাসুক, আবুল খায়ের সবুজ, মাহবুব মোর্শেদ শামীম, শারমিন প্রীতি প্রমুখ।

নাটকটি আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এনটিভিতে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি