ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শুভ জন্মদিন বিপাশা হায়াত

প্রকাশিত : ১৩:২৮, ২৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। আজ তার জন্মদিন। ১৯৭১ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় তাকে। তিনি বিখ্যাত টিভি অভিনেতা আবুল হায়াতের কন্যা। তার ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী। বিপাশা হায়াত জনপ্রিয় অভিনেতা নাট্য ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

বর্তমানে তাকে অভিনয়ে দেখা না গেলেও এ সময়ে চিত্রশিল্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন দুটি টিভি নাটকও লিখছেন। আজ দিনটি পারিবারিক পরিমণ্ডলেই কাটাবেন বলে জানিয়েছেন।

বিপাশা হায়াত বলেন, ‘প্রতি বছর জন্মদিন এলে আমি অনেকটা লজ্জা পাই। এ বিষয়ে কাউকে কিছুই জানাই না। দিনটিতে আমার সন্তানদের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করি। মূলত পরিবারের সদস্যদের নিয়েই দিনটি কাটিয়ে দেই।’

নিজের শিল্পকর্ম ও ব্যস্ততা নিয়ে বলেন, ‘১৪ মার্চ পোল্যান্ডের ওয়ারশতে একটি চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। সেখানে আমার চিত্রকর্ম স্থান পেয়েছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সেই প্রদর্শনীর শুরুর দিন আমি উপস্থিত ছিলাম। ২১ মার্চ দেশে ফিরেছি। আগামী এপ্রিলজুড়েই চিত্রকর্ম নিয়ে ব্যস্ত থাকব। একই মাসে আন্তর্জাতিক একটি প্রদর্শনীতে আমার চিত্রকর্ম নিয়ে যোগ দেব।’

একুশে টেলিভিশনের পক্ষ থেকে এই শিল্পীর প্রতি অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি