ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

শাহনাজ রহমতউল্লাহ’র দাফন হবে সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে

প্রকাশিত : ১২:৫৫, ২৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বনানীর সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে দাফন হবে বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহর। আজ রোববার বাদ জোহর দাফন করা হবে তার মরদেহ।

বরেণ্য এই শিল্পীর পথম নামাজে জানাজা হবে বারিধারার পার্ক মসজিদে।

উল্লেখ্য, শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বারিধারার নিজ বাসায় হার্ট অ্যাটাকে মারা জান শাহনাজ রহমতউল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শাহনাজ রহমতউল্লাহ’র স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমতউল্লাহ। তাদের এক ছেলে ও এক মেয়ে। স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমতউল্লাহ এখন ব্যবসায়ী, মেয়ে নাহিদ রহমতউল্লাহ থাকেন লন্ডনে আর ছেলে এ কে এম সায়েফ রহমতউল্লাহ যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে এখন কানাডায় থাকেন।

শাহনাজ রহমত উল্লাহর বড় ভাই প্রয়াত আনোয়ার পারভেজ। তিনি ছিলেন সুরকার, সংগীত পরিচালক, ও শব্দসৈনিক।

শাহনাজ রহমতউল্লাহ’র আরেক ভাই চিত্রনায়ক জাফর ইকবাল। দেশের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী। সংগীত দিয়ে শুরু করলেও পরে নায়ক হিসেবে পরিচিতি পান তিনি। স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেন এই চিত্রনায়ক।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি