ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঢাবির নাটমণ্ডলে ‘হ্যাপি ডেইজ’

প্রকাশিত : ১২:৫৭, ২৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আজ ও আগামীকাল মণিপুরি থিয়েটারের পরিবেশনায় ‘হ্যাপি ডেইজ’র চারটি প্রদর্শনী মঞ্চায়িত হবে। ফরাসি দূতাবাসের সহায়তায় নির্মিত এ নাটকে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।

নোবেলবিজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের লেখা এবং কবীর চৌধুরী ও শাহীন কবীর অনূদিত ‘হ্যাপি ডেইজ’ নাটকটির অভিযোজন ও সম্পাদনা করেছেন শুভাশিস সিনহা।

অ্যাবসার্ড নাটকের জন্য বিখ্যাত, ‘ওয়েটিং ফর গডো’ খ্যাত নোবেলবিজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের লেখা আলোচিত নাটক ‘হ্যাপি ডেজ’। নাটকে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় জীবনের দৈনন্দিন সব ছেলেখেলার মতো ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সাথে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেমাকুতি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি