ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

খুরশীদ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রকাশিত : ০৮:৫৩, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী খুরশিদ আলমকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। তবে চিকৎসকরা জানিয়েছেন তিনি এখন শংকামুক্ত।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় তাকে বহন করা প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে তিনি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী মম- ইন-হোটেলে ফিরছিলেন।

পুলিশ জানায়, যে প্রাইভেট কারে শিল্পী ছিলেন তা পুরোপুরি দুমড়ে-মুচরে গেছে। এতে তিনি মাথা ও মুখমন্ডলে প্রচন্ড আঘাত পান। তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

খুরশীদ আলম জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান। ঘটনার দিন রাতের খাবার খেতে গাড়ি নিয়ে শহরের দিকে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাঁর প্রাইভেট কারকে সামনে থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি