ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বলিউডে পা রাখছেন অক্ষয় পুত্র!

প্রকাশিত : ১২:১৭, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডে স্টার কিডদের উপস্থিতি নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায় বাবা-মায়ের চেয়ে এরাই বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। পরিবার সূত্রে পাওয়া তারকা খ্যাতিকে পুঁজি করে তারা সুযোগটা কাজে লাগাতে পারেন। আর তাই তারকাদের ছেলেমেয়েরাও সিনেমায় আসছেন হরহামেশা। এদের নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ-উৎসাহ কম নয়। বর্তমানে শাহরুখ, আমির, অক্ষয়ের ছেলেমেয়েরা রয়েছেন হট লিস্টে। তারা কবে বলিউডের আসছেন এ নিয়ে প্রায়ই আলোচনা শোনা যায়।

সম্প্রতি, বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে (ভাটিয়া) জিজ্ঞাসা করা হয় তার ছেলে আরব ভাটিয়া কবে বলিউডে আসছেন।

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ও (আরব) এখন সবে ১৬ বছরের কিশোর। ও এখন নিজের মতো করে জীবন কাটাচ্ছে, পড়াশোনা করছে। আমি এই মহূর্তে ওর ক্যারিয়ার নিয়ে আলোচনা করে কোনও চাপ সৃষ্টি করতে চাই না। সমস্য তখনই হয়, যখন বাবা-মা অহেতুক সন্তানের উপর চাপ সৃষ্টি করে। আমার ছেলেমেয়ে যদি চিত্রশিল্পী হয়, ডাক্তার হয় কিংবা রেস্তোরাঁ খোলে, কোনওটাতেই আমাক কোনও আপত্তি নেই।’

অন্যদিকে, শাহরুখের দুই ছেলে মেয়ে যে বলিউডে পা রাখছেন সেবিষয়টি একপ্রকার নিশ্চিত। শাহরুখ নিজেই জানিয়েছেন সুহানা অভিনয় করতে চায়। তবে এবিষয়ে শাহরুখের নির্দেশ পড়াশোনা শেষ করে তবেই সে অভিনয়ে আসতে পারবে।

অন্যদিকে শাহরুখের কথায়, তার ছেলে আরিয়ানের অভিনয় নিয়ে কোনও আগ্রহ নেই, ও সিনেমা পরিচালনার কাজ করতে চায়।

একই সঙ্গে আমির খানের দুই ছেলেমেয়ে আজাদ ও ইরা খুব সম্ভবত বলিউডে পা রাখবে। এমন গুঞ্জন বহুদিনের।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি