ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

শাহরুখের গোপন কথা ফাঁস করলেন গৌরী

প্রকাশিত : ১১:০৩, ২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

শাহরুখ-গৌরীর সম্পর্ক ও সংসার বলিউডের একটা অন্যরকম দৃষ্টান্ত। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। তারকাদের মধ্যে এমন উদাহরণ খুব কমই রয়েছে। বহু ঝড়ঝাপটার মধ্যেও তাদের দাম্পত্য এখনও অটুট রয়েছে।

শাহরুখ-গৌরীর প্রেমের কাহিনীটাও অনেকটা বলিউডের সিনেমার গল্পের মতোই। অনেকেই তাদের সম্পর্ককে ‘ট্রু লাভ’ বলে বর্ণনা করেন। এখনও তাদের ক্ষেত্রে ভক্তরা বেশ উৎসাহিত হয়ে পড়েন। কারণ বলিউডের জন্য শাহরুখ চিরকালের ‘রোম্যান্টিক হিরো’। আর তার ব্যক্তিগত জীবনের কুইন গৌরী।

সম্প্রতি, মুম্বাইয়ের মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ-গৌরী। সেখানেই শাহরুখের এক বিশেষ অভ্যাসের কথা ফাঁস করলেন শাহরুখপত্নী।

গৌরীর বলেন, ‘কেউ একজন বলেন যে- তিনি নাকি স্টাইল নিয়ে মাথা ঘামান না। তবে আমি আপনাদের একটা গোপন কথা বলি, যখন কোনও পার্টিতে যাওয়ার কথা থাকে, তখন আমি সাধারণত চটজলদি রেডি হয়ে নি, মাত্র ২০ মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে যাই। কিন্তু ও (শাহরুখ) রেডি হতে সময় নেয় ২ থেকে ৩ ঘণ্টা ‘

গৌরী অবশ্য বলেন, ‘আজকে আমি একটু বেশি সময় নিয়েছি, ২-৩ ঘণ্টা। আর ও নিয়েছে ৬ ঘণ্টা।’

প্রসঙ্গত, ১৯৯১ সালে সাত পাকে বাঁধা পড়েন শাহরুখ-গৌরী। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছেন- আরিয়া, সুহানা ও আব্রাম খান।

সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি