ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

র‌্যাপার নিপসি হাসলকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১১:৩৭, ২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:৪৪, ২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

লস অ্যাঞ্জেলেসের র‌্যাপার নিপসি হাসল আর নেই। তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার বিকেলে নিজের পোশাক বিপণির সামনে খুন হন তিনি। হাসল র‌্যাপার জগতের অতিপরিচিত মুখ। যিনি এ বছর পেয়েছিলেন গ্র্যামি মনোনয়ন।

নিপসির মৃত্যুতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে তারকাদের মধ্যে। দায়ী করা হচ্ছে দেশের অস্ত্র-নীতিকেই। 

এদিকে শহরের মেয়র এরিক গ্রাসেটি এক টুইটে লিখেছেন, ‘এটি মর্মান্তিক ঘটনা। নিপসি হাসলের প্রিয়জনদের পাশে আছি। অনুভূতিহীন এই ধরনের হামলায় যখনই কোনো তরতাজা প্রাণ শেষ হয়ে যায়, অসম্ভব যন্ত্রণা হয় লস অ্যাঞ্জেলেসের।’

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী এখনও ধরা পড়েনি। নিপসিকে খুব কাছ থেকে গুলি করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনা পূর্বপরিকল্পিত এবং কোনো বড় দল রয়েছে এর পেছনে।

পরিচিতদের অনেকেই বলছেন, খ্যাতি পাওয়ার জন্য যথেষ্ট লড়াই করেছেন নিপসি। নিজের তৈরি করা মিক্সটেপ বিক্রি করে দিয়েছেন একটা সময়ে। জনপ্রিয় র‌্যাপার জে-জেড তার ১০০টি মিক্সটেপ কিনেছিলেন, প্রতিটি ১০০ ডলার দরে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি