ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

নানা আয়োজনে পালিত হচ্ছে চলচ্চিত্র দিবস

প্রকাশিত : ১৩:২৫, ৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বিএফডিসি চত্বরে উদ্বোধন করা হয় এ উৎসবের। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষন চন্দ্র দেবনাথ, তথ্য সচিব আবদুল মালেক, সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা অঞ্জনা, রোজিনা, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, চিত্রনায়ক জায়েদ খান, সাইমন সাদিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের করা হয়। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে উদযাপিত হচ্ছে দিবসটি। চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা ও সেমিনার। ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার আজ বিকাল ৩টায় বিএফডিসির ৮ নং শুটিং ফ্লোরে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

এ ছাড়াও থাকছে স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা। এই ইভেন্টের দায়িত্বে রয়েছে রাউন্ড দ্য ক্লক।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি