ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সানির সঙ্গে বিরাট, সত্যতা নিয়ে প্রশ্ন (ভিডিও)

প্রকাশিত : ১৪:২৫, ৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

সানি লিওনের সঙ্গে হাঁটছেন বিরাট কোহলি। বিশ্বাস হচ্ছে না? এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্ট দেখা গেছে যে মুম্বাই বিমানবন্দরে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে হাঁটছেন তিনি।

মুম্বাইয়ের এক ফটো সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভিডিও। যা তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আর তা পোস্ট করার পর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।

এ ভিডিও নিয়ে তিনি লিখেছেন, ‘কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল, মিস্টার বিরাট কোহলি কীভাবে এখানে থাকতে পারেন, তার তো ম্যাচ রয়েছে!’

ভিডিও পোস্ট করার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই লাখ ভিউ ছাড়িয়ে যায়।

এদিকে বিরাটের মতো ছেলেটিকে দেখতে লাগলেও আসলে সে বিরাটই কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু সোশ্যাল মিডিয়াই এই প্রশ্ন তোলেনি, বিরাটের ভক্তরাও এই ভিডিও দেখে নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারণ বিরাটের দাঁড়ি দেখতে এমন নয়। সুতারং, বিরাটের মত দেখতে এই লোকটি হয়তো অন্য কেউ। এহেন ভিডিও দেখে চমকে গিয়েছেন সানি লিওনের আপ্ত-সহায়কও। তিনিও ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।

আর লিখেছেন, ‘Thanks Viral Bhayani for the compliment.’

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি