ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আমাকে যতটা আকর্ষণীয় দেখতে চান, ততটাই পাবেন: শাহরুখ

প্রকাশিত : ১০:৪৭, ৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। অনেক আশা নিয়ে সে ছবি তৈরি করলেও অনস্ক্রিন বামনরূপী কিং খানকে একেবারেই মেনে নেয়নি দর্শক। সে হতাশা রয়েছে। কিন্তু বারবার লড়াইয়ে হেরে গেলেও ফিরে এসেছেন তিনি। ফিরেছেন নিজস্ব ভঙ্গিতেই।

শোনা গিয়েছিল ‘জিরো’র পর ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। কিন্তু সে ছবির বিষয়ে প্রকাশ্যে তেমন কোনও কথা বলেননি নায়ক। তবে এ বার মুখ খুললেন। ইঙ্গিত দিলেন পরের প্রজেক্টের।

সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ জানিয়েছেন, দর্শক যদি তাঁকে সেক্সি হিরো বা সেক্সি বাবার চরিত্রে দেখতে চান, তিনি তেমন ভাবেই হাজির হবেন। অর্থাত্ দর্শক যতটা সেক্সি শাহরুখতে চান, তিনি পরের ছবিতে তেমন ভাবেই প্রস্তুত হয়ে পর্দায় আসবেন।

বলি সূত্রের খবর, মধুর ভাণ্ডারকরের ‘ইন্সপেক্টর গালিব’-এ সই করবেন শাহরুখ। কেউ আবার বলছেন, রীতেশ সিধওয়ানির ‘ডন থ্রি’তে অভিনয় করবেন।

তবে ‘জিরো’র পরে এতগুলো ছবির মধ্যে কোনটাতে তাঁকে দেখা যাবে তা এখনও খোলসা করেননি বলি বাদশা।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি