ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রণবীরকে দেখলে লজ্জা পায় আরাধ্য!

প্রকাশিত : ১১:৩৩, ৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:৩৫, ৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডে বচ্চন পরিবারের সঙ্গে কাপূর পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বংশ পরম্পরায় এমনটাই রীতি। ফলে অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক শুধুমাত্র সহকর্মীর নয়, বন্ধুরও। কিন্তু সেই রণবীরকে দেখলেই নাকি খুব লজ্জা পায় আরাধ্য। একেবারে তার সামনে যেতেই চায় না সে। কিছুদিন আগেই সেই রহস্য ফাঁস করলেন ঐশ্বরিয়া।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, রণবীরের সামনে যেতে লজ্জা পায় আরাধ্য। এর নেপথ্য রয়েছে একটি ঘটনা।

একবার এক অনুষ্ঠানে রণবীরকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল আরাধ্য। রণবীর যে জ্যাকেট এবং টুপি পরেছিলেন, তেমনই টুপি ও জ্যাকেট রয়েছে অভিষেকেরও। ফলে রণবীরকে বাবা ভেবে দৌঁড়ে গিয়ে জড়িয়ে ধরেছিল খুদে বচ্চন। তারপর ভুল বুঝতে পেরে নাকি লজ্জা পেয়ে গিয়েছিল সে।

ঐশ্বর্যার কথায়, ‘আমি আরাধ্যকে সে দিন বলেছিলাম, এটা তোমার রণবীর আঙ্কেল। রণবীর উল্টে বলেছিল, আঙ্কেল নয়। ‘আরকে’। আরাধ্য ওকে ‘আরকে’ বলেই ডাকে। কিন্তু ভুল করে অভিষেক ভেবে জড়িয়ে ধরার পর এখনও সামনে যেতে লজ্জা পায়।’

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি