ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মা অনস্ক্রিনে কাঁদলেও আমার মন খারাপ হয়ে যায়’

প্রকাশিত : ১০:৩০, ১০ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:২৪, ১০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বয়স তাঁর কাছে নিতান্তই এক সংখ্যামাত্র। জন্মদিন ফিরে ফিরে আসে অন্য মানে নিয়ে। তিনি জয়া বচ্চন। আজ তার ৭১তম জন্মদিন।

মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অন্য ভাবে উইশ করেছেন ছেলে অভিষেক বচ্চন। জয়ার ‘অভিমান’-এর লুকের একটি ছবি দিয়ে অভিষেক লিখেছেন, ‘মা শব্দটাই সব কিছু বলে দেয়। শুভ জন্মদিন মা। ভালবাসি তোমাকে।’ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলিউডের অন্য তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন জয়াকে।

কিছুদিন আগে এক সাক্ষাত্কারে অভিষেক জানিয়েছিলেন, জয়া বচ্চন তার কাছে শুধুই মা। ছোট থেকে মায়ের কোনও ছবি দেখতেন না তিনি। যখন ঠিক করলেন, নিজে অভিনয় করবেন তখন জয়ার ছবি দেখতে শুরু করেন। মায়ের অনস্ক্রিন পারফরম্যান্স মুগ্ধ করেছিল ছেলেকে।

“বাবার সঙ্গে সিনেমা দেখাটা মজার। কিন্তু মা অনস্ক্রিন কাঁদলেও আমার মন খারাপ হয়ে যায়। আসলে মায়ের সঙ্গে আমার ব্যক্তিগত বন্ডিংটা একেবারে আলাদা”— শেয়ার করেছিলেন অভিষেক।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি