ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিককে বিয়ে করব ভাবিনি: প্রিয়ঙ্কা

প্রকাশিত : ১৫:৩৪, ১২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস কি সুখী দম্পতি? এ প্রশ্নে অনেকেই হয়তো অবাক হচ্ছেন। কিন্তু বিয়ের তিন মাসের মধ্যে এই জুটির দাম্পত্য বিচ্ছেদের গুজবে সরগরম হয়েছিল ইন্ডাস্ট্রি। হোক না সেটা গুজব।

নিন্দুকেরা বলছেন, যা রটে তার কিছু তো বটে...। এ হেন পরিস্থিতিতে প্রকাশ্যে প্রিয়ঙ্কা জানালেন, নিককে বিয়ে করবেন তা নাকি ভাবেননি তিনি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেন, ‘‘নিককে প্রায় দু’বছর ধরে চিনি আমি। কিন্তু সম্পর্কটা যে ভাবে এগিয়েছে তা আগে ভাবিনি। বিয়ে করব ভাবিনি।ওকে আমি ওল্ড ম্যান জোনাস ওরফে ওএমজি বলে ডাকি। আমি যখন যা খুশি করি, সবেতেই ওর সাপোর্ট রয়েছে।’’

যে মার্কিন ম্যাগাজিন প্রথম নিক-প্রিয়ঙ্কার বিচ্ছেদের সম্ভাবনার খবর প্রকাশ করেছিল তাদের বিরুদ্ধে দম্পতি আইনি পদক্ষেপ নেবেন বলে শোনা গিয়েছিল।

নিন্দুকদের মতে, সম্পর্ক যে একদম ঠিক রয়েছে তা বোঝাতেই প্রকাশ্যে নিকের পরিবারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করছেন নায়িকা। আবার প্রকাশ্যে বারবার নিকের প্রশংসা করাও সম্পর্ক ঠিক রয়েছে, তা বোঝানোরই ইঙ্গিত বলে মনে করছে বলি মহলের কোনও কোনও অংশ।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি