ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বাবুর নতুন গান ‘আউল বাড়ি’

প্রকাশিত : ১০:২৮, ১৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

দর্শকপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। নাটক ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানও করেন তিনি। তার কণ্ঠ ইতিমধ্যেই সকলের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানটির শিরোনাম ‘আউল বাড়ি’।

প্রদীপ সাহার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শহীদুল হাসান মন। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

নতুন গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘চমৎকার কথার গান এটি। সুর এবং সঙ্গীতায়োজনও ভালো লাগার মতো। গাওয়ার ক্ষেত্রে আমার সেরাটা গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করে অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ফজলুর রহমান বাবু পরিবার পরিকল্পনা অধিদফতরের একটি বিজ্ঞাপনে লোকসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে।

অপরদিকে তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এ দুটি হচ্ছে- অরুণ চৌধুরীর পরিচালনায় ‘মায়াবতী’ ও মোহাম্মদ নূরুজ্জামানের পরিচালনায় ‘মাস্তুল’।

এছাড়াও এ অভিনেতা আগামী ঈদুল ফিতরের জন্য বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি