ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বৈশাখে আসছে নতুন গান

প্রকাশিত : ১৩:২৮, ১৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বৈশাখে আসছে নতুন গান ‘বৈশাখী মেলায়’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির ও ঐশী। নতুন এ গানটির ভিডিওতে থাকছে চমক। যেখানে হৃদি শেখের পারফরমেন্স সংগীত প্রেমীদের মনে বৈশাখী ঝড় তুলবে, এমনটাই আশা সবর। গানটির মিউজিক ভিডিও মুক্তি পাবে আজ ১৩ এপ্রিল। গানচিলের ব্যানারে তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।

‘বৈশাখী মেলায়’ গানটি লিখেছেন গীতিকার রাজিব হাসান এবং সুর করেছেন মুনতাসির তুষার। মিউজিক আয়োজনে ছিলেন সালমান। গানটির ভিডিও তৈরি করেছেন নির্মাতা এস এম ফজলে রাব্বি আর সিনেমাটোগ্রাফার ছিলেন রাজু রাজ। গানটির ভিডিও এডিটিং করেছেন ফাহিন আরেফিন ইভান ও তাহসিন হোসেন।

‘বৈশাখী মেলায়’ গানটি সম্পর্কে সাব্বির বলেন, ‘বাংলাদেশের ট্র্যাডিশনাল ফোক সংগীত আর রক মিউজিকের মিশ্রণে তৈরি হয়েছে বৈশাখের এই ফিউশন গান। ‘মেলায় যাইরে’ গানটির পরে বাংলাদেশের সংগীত প্রেমীদের পহেলা বৈশাখ উদযাপনে এই গানটি নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। এই গানটি আমি বাংলাদেশের কিংবদন্তি শিল্পী মাকসুদুল হক-কে উৎসর্গ করছি।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি