ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরাটের সঙ্গে জড়িয়ে গেল সারার নাম! কিন্তু কিভাবে?

প্রকাশিত : ১৫:৩২, ১৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বিরাট কোহালি এবং সারা আলি খান। দু’জনেই নিজস্ব ক্ষেত্রে তুমুল জনপ্রিয়। এই দুই তারকার নাম এ বার এক সারিতে জুড়ে গেল। কিন্তু কী ভাবে?

শোনা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করবেন সারা এবং বিরাট। না! কোনও ছবির জন্য নয়। একটি বিজ্ঞাপনী ব্র্যান্ডের প্রচারে নাকি এক সঙ্গে দেখা যাবে এই দু’জনকে।

একটি জনপ্রিয় জুতো তৈরি সংস্থার বিজ্ঞাপনে নাকি এক সঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। এত দিন পর্যন্ত বলি নায়িকা দিশা পটানিকে দেখতেন দর্শক।

তারই বদলে এ বার থেকে দেখবেন সারাকে। দিশা এবং ওই সংস্থার কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তের পরই এই বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

সূত্রের খবর, দিশার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এমন একজনের দরকার ছিল, যার ফিটনেসের কাহিনি বাকিদের উদ্ধুদ্ধ করবে। সারা সেই ক্ষেত্রে বলিউডের নতুন প্রজন্ম হিসেবে প্রথম পছন্দ ছিলেন। সারারও এই ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে কোনও আপত্তি নেই। ফলে এ বার বিরাট-সারাকে যৌথ ভাবে পর্দায় দেখবেন দর্শক।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি