ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বৈশাখ মাস জুড়ে টানা শো লিজার

প্রকাশিত : ১০:৪৯, ১৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। পুরো বছর জুড়েই তার ব্যস্ততা চলছে। আর এই ব্যস্ততা শুধুই গান নিয়ে। এবারের পহেলা বৈশাখে চট্টগ্রামে শো করেছেন লিজা। সেখানকার শ্রোতাদের সঙ্গেই গানে গানে বর্ষবরণ উদযাপন করেন শিল্পী।

চলতি মাসে অর্থাৎ পুরো বৈশাখজুড়ে লিজার এই ব্যস্ততা চলবে। কারণ পুরো বৈশাখ মাসেই তার টানা শিডিউল রয়েছে।

এ বিষয়ে লিজা বলেন, ‘পহেলা বৈশাখের দিনটি বেশ ভালো কাটিয়েছি চট্টগ্রামের শ্রোতাদের সঙ্গে। তবে চলতি বৈশাখে আমার শিডিউল বুকড। টানা শো করতে হবে এ মাসে। তার প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি