ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ভারত’র ফার্স্ট লুকে ভিন্ন রূপে সালমান

প্রকাশিত : ১১:২৮, ১৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

অবশেষে মুক্তি পেল সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’-এর ফার্স্ট লুক। দাড়ি, গোঁফ, চশমার মিশেলে এ এক অন্যরকম সালমান। ফাস্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গে এটি নিয়ে আলোচনাও শুরু হয়েছে বলিউড পাড়ায়।

সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে সালমান লিখেছেন, ‘আমার চুল-দাড়িতে যত সাদা দেখছেন, তার থেকে অনেক রঙিন আমার জীবন।’

সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন- আর দিন কয়েকের মধ্যেই মুক্তি পাবে এই সিনেমার ট্রেলার।

পোস্টারে রয়েছেন জ্যাকি শ্রফও। এ সিনেমাতে সলমনের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। একটি কোরিয়ান সিনেমার রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।
এ সিনেমা প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, ‘একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।’

আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমায় ক্যাটরিনা কাইফ, দিশা পটানি এবং তব্বুর মত বড় বড় শিল্পীরা রয়েছেন। প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। অনেকেই ভেবেছিলেন, এই সিনেমার মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান তিনি। এটি নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য হলেও পরে তা মিটে যায়।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি