ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুটিংয়ে গুরুতর আহত ভিকি

প্রকাশিত : ১৩:২৭, ২১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা ভিকি কৌশল। পরিচালক ভানু প্রতাপ সিংহের সিনেমার শুটিংয়ে গুজরাটে ছিলেন ভিকি। একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গালের হাড় ভেঙে গিয়েছে তার। ১৩টি সেলাই লেগেছে অভিনেতার।

টুইট করে ভিকির অসুস্থতার খবর জানিয়েছেন সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ। গত পাঁচ দিন ধরে গুজরাটে শুটিং করছিলেন ভিকি। গত শুক্রবার শুটিং চলাকালীন সেটের একটি দরজা ভেঙে পড়ে ভিকির ওপর। দ্রুত তাকে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ১৩টি সেলাই করেন তার গালে। এর পর শুক্রবারই মুম্বাইতে নিয়ে আসা হয় ভিকিকে।

জানা গেছে, ভানুর একটি ভয়ের সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন ভিকি। দুর্ঘটনার পর শুটিং বন্ধ রয়েছে।

এদিকে অভিনেতার হাতে রয়েছে কর্ণ জোহরের ‘তখত’ সিনেমার কাজ। ভিকির শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। বক্স অফিসে সে সিনেমা তুমুল সাফল্য পায়।সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি