ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

মে দিবসে মালয়েশিয়ায় জেমসের কনসার্ট

প্রকাশিত : ১২:০১, ২৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:০৩, ২৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

কণ্ঠশিল্পী জেমস ও তার ব্যান্ড নগর বাউলের সদস্যরা মালয়েশিয়া সফরে যাচ্ছেন। মে দিবস উপলক্ষে একটি কনসার্টে অংশ নিতে তাদের এই সফর। এ উপলক্ষে ৩০ এপ্রিল তারা ঢাকা ত্যাগ করবেন। ১ মে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের [আইসিসি] এইচএক্সসি গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

নগর বাউল ব্যান্ডের সদস্য ও জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, এই প্রথম জেমস ও নগর বাউল সদস্যরা মালয়েশিয়ার কোনো কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। সেখানে জেমস গাইবেন মেহনতি মানুষের জন্য তার জনপ্রিয় কিছু গান।

মে দিবসের এই কনসার্টের আয়োজন করেছে মিস্টার প্রোডাকশন।

আয়োজকরা জানান, প্রবাসী শ্রমিকদের বিনোদনের কথা ভেবেই তাদের এ আয়োজন। কনসার্টে জেমসের পাশাপাশি অভিনেতা নিরব, মডেল পিয়া বিপাশা, কণ্ঠশিল্পী রিজভী, কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ আরও বেশ কয়েকজন তারকা অংশ নেবেন। তাদের পরিবেশনা পুরো আয়োজন বর্ণাঢ্য করে তুলবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি