ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সিঙ্গাপুরের পথে সুবীর নন্দী

প্রকাশিত : ১৪:৫৪, ৩০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুবীর নন্দীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সার্বিক দেখভালের দায়িত্বে থাকা ডা. সামন্ত লাল সেন।

এর আগে, সোমবার রাতে সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে তার সম্ভব হয়নি।

সামন্ত লাল সেন জানান, সিঙ্গাপুর থেকে সোমবার বিকাল চারটার দিকে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্স। যা ঢাকায় পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে সোমবার রাতে সিঙ্গাপুরে নেওয়া যায়নি কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে। রাতে বিমানবন্দরে নেওয়া হলেও পরে তাকে ফের সম্মিলিত সামরিক হাসপাতালে ফিরিয়ে আনা হয়। আজ মঙ্গলবার সকালে সব ঠিক হলে বেলা ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্স। সুবীর নন্দীর সঙ্গে তার মেয়ে ফাল্গুনী নন্দী আছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশেই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে সুবীর নন্দীকে। তার চিকিৎসার সব খরচ বহন করা হবে সরকারের পক্ষ থেকে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি