ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সুবীর নন্দীর অবস্থার অবনতি

প্রকাশিত : ২১:২০, ৫ মে ২০১৯ | আপডেট: ২১:২৮, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশে জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থায় চরম অবনতি হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় আজ রোববারও তার হার্ট অ্যাটাক হয়েছে বলে তার মেয়ে ফাল্গুনী নন্দী সাংবাদিকদের জানান।

গত ৩০ এপ্রিল উন্নত চিকিৎসার সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর নেওয়ার আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ দিন চিকিৎসার করে অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে নেওয়া হয় একুশে পদক প্রাপ্ত এ সংগীতশিল্পীকে।

এ দিকে নন্দীর চিকিৎসা বিষয়টি সমন্বয় করতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ১২ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজারে বেড়াতে গিয়ে আসার পথে ১৪ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি