ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভক্তদের শুভেচ্ছা জানাতে পারলেন না অসুস্থ অমিতাভ

প্রকাশিত : ১৪:৩৪, ৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

মুম্বাইয়ে জলসার বাইরে ভক্তদের ভিড়। কিছু ক্ষণের মধ্যেই বাইরে এসে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়বেন অমিতাভ বচ্চন। এটা ছিল চেনা রুটিন। কিন্তু ব্যতিক্রম হলো রোববার।

শারীরিক অসুস্থতার কারণে এই নিয়ম ভাঙতে বাধ্য হয়েছেন তিনি। অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন তিনি।

অমিতাভ রোববার দুপুরেই অনুরাগীদের উদ্দেশে টুইট করেন, ‘জলসার গেটে আজ বিকেলে দেখা করতে পারছি না।’

বলি সূত্রের খবর, ব্যথায় কাবু বিগ বি-র বিশ্রাম প্রয়োজন। প্রিয় অভিনেতা কেমন আছেন জানার জন্য সোমবারও চেষ্টা করেছেন অনুরাগীরা। কিন্তু অমিতাভ নিজে এখন কিছু জানাননি।

‘ঠগস অব হিন্দোস্তান’-এ শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছে ৭৬ বছরের অমিতাভকে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-র কাজ রয়েছে তার হাতে।

এ ছবিতে প্রথমবার অমিতাভ, রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে এক সঙ্গে দেখবেন দর্শক। আপাতত শাহেনশার সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি